৫০০০ টাকায় বাজারে আসতে শুরু করছে একাধিক ‘ড্রাগ’

সরকারের কাছে অনুমতি চেয়েছিল ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিপলা, হেটেরো। যাতে তারা সস্তায় ‘রেমডেসিভির ড্রাগ’ নিয়ে ওষুধ তৈরি করতে পারে। যা করোনা প্রতিরোধে সাহায্য করতে পারে। আর এরপরই সিপলা থেকে হেটেরোর মতো সংস্থা একের পর এক ড্রাগ বাজারে নিয়ে আসতে শুরু করছে। দেখে নেওয়া যাক, করোনা চিকিৎসা ঘিরে কী কী তথ্য উঠে আসতে শুরু করেছে।

৫ হাজার টাকার মধ্যে একটি ‘ড্রাগ’ ভারতে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে আসছে সিপলার ড্রাগ ‘সিপ্রেমি’। করোনার চিকিৎসায় এই ড্রাগ কার্যকরী ভূমিকা নিতে পারে বলে খবর। মূলত, রেমডেসিভির-এর একটি জেনেরিক ভার্সান হচ্ছে ‘সিপ্রেমি’। এবিষয়ে উপযুক্ত লাইসেন্স পেয়ে গিয়েছে সিপলা। দাম ও করোনা চিকিৎসা করোনা চিকিৎসার খরচ বহু ক্ষেত্রেই সাধারণ মধ্যবিত্তের আওতার বাইরে। তবে , সিপলা-র দাবি তাদের সংস্থার হাত ধরে যে ওষুধ আসছে বাজারে তার দাম ৫ হাজার টাকার মধ্যে হবে প্রতিটি শিশির হিসাবে। প্রতিটি শিশিতে ১০০ এমজি ওষুধ থাকছে। আরও রেমডিসিভির-এর যোগান ভারতে প্রায় ২০ হাজার রেমডেসিভির পাঠাচ্ছে ‘হেটেরো হেল্থ কেয়ার’। আগামী কয়েকদিনের মধ্যেই গোটা দেশের বিভিন্ন অংশে এই ড্রাগ ছড়িয়ে পড়বে। প্রাথমিকভাবে হায়দরাবাদে যাবে এই ড্রাগ। এছাড়াও দিল্লি, গুজরাত, তামিলনাড়ু, মহারাষ্ট্রের চাহিদা মেটাতে এই ড্রাগ পৌঁছে যাবে। এছাড়াও কলকাতা, ইন্দোর, পাটনার মতো শহরেও আসছে এই ড্রাগ।