ভূস্বর্গ কাশ্মীরের বিখ্যাত ডাল লেক পরিণত হল পুরু বরফের চাদরে । শীতের সময় অল্প বিস্তর স্বচ্ছ বরফ জমতে দেখা গেছে শ্রীনগরের এই মোহময়ী লেকে। কিন্তু এই বছর সেই ডাল লেক জমে গিয়ে পুরু বরফের আকার নিয়েছে। জানা গিয়েছে ২৫ বছরের পর বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের এবং লাদাখের মানুষ সব থেকে শীতলতম দিনটির দেখা পেলেন ।
গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের তাপমাত্রা হিমাঙ্কের ৮.৪ সেলসিয়াস নীচে নেমে গিয়েছে। ১৯৯১ সাল থেকে এটাই দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা । সেবার শ্রীনগরের তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে । আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াস ।
স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের নোডাল অফিসার আমির আলীর কথায়, পুরু বরফের উপর দিয়ে হাঁটাচলা,বিশেষ করে ডাল লেকে, খুবই বিপজ্জনক ব্যাপার। কেউ পিছলে যেতে পারেন, ভেঙে জলে পড়ে যেতে পারেন, তার ফলে হাত পা ভাঙার সঙ্গে সঙ্গে মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে।
ডাল লেক জমে যাওয়া বরফ কেটে এগতে হচ্ছে শিকারা ।মেহজুর নগরের বাসিন্দা সাজাদ আমেদ বলেন, গত দু’দিন ধরেই প্রবল জল সঙ্কটের মুখে পড়তে হচ্ছে ।পাইপলাইনের পাশাপাশি ট্যাংকের জলও জমে বরফ হয়ে যাচ্ছে । বরফ গলার জন্য দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ।পর্যটকদের পছন্দের গুলমার্গে পারদ নেমেছে হিমাঙ্কের ৭ ডিগ্রি নীচে। কুপয়ারায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ৬.৭ ডিগ্রি সেলসিয়াস।