দেশে ২৪ ঘন্টায় সংক্রমণ ছড়াল ৪৭ হাজারের বেশি মানুষ। সোমবারের হিসেবে আরও মৃত্যু হল ৬৫৪ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৭ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৯৬ হাজার ৯৮৮। দেশে অ্যাক্টিভ কেসের প্রায় দ্বিগুণ সংখ্যায় মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। ভারতে মোট করোনা জয়ীর সংখ্যা ৯ লক্ষ ৫২ হাজারেরও বেশি। লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৫৪ জনের। যারফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪২৫।
ভ্যাকসিন তৈরি হওয়ার পর খুব তাড়াতাড়ি যাতে সাধারণ মানুষের কাছে তা পৌঁছয়, সেই কারণে তৈরি করা হচ্ছে সাপ্লাই চেন বা বিশেষ সরবরাহ প্রক্রিয়া। করোনার ভ্যাকসিন বাজারে আসলে তা বিতরণ করা হবে কেন্দ্রের মাধ্যমেই। কোনও বেসরকারি সংস্থার হাতে এর সরবরাহ ও বিতরণের দায়িত্ব দেওয়া হবে না। সোমবার এক বিবৃতি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে সেরাম ইনস্টিটিউট।