১৯ কিমি দীর্ঘ ধুবড়ি-ফুলবাড়ি সেতু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে ধুবড়ি-ফুলবাড়ি সেতুর শিলান্যাস হল। ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি আসাম ও মেঘালয়ের সংযোগ ঘটাবে ব্রহ্মপুত্রের উপর দিয়ে। এটিই হবে দেশের দীর্ঘতম নদী-সেতু।

ধুবড়ি-ফুলবাড়ি সেতুটি নির্মিত হচ্ছে জাপানের আর্থিক সহযোগিতায়, যার পরিমাণ জেপিওয়াই ২৫,৪৮৩ মিলিয়ন (১,৫৭৩ কোটি টাকা)। নির্মাণকাজ সমাপ্ত হলে ধুবড়ি ও ফুলবাড়ির মধ্যে যাতায়াতের সময় যথেষ্ট হ্রাস পাবে। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে জাপানের ফান্ডিং এজেন্সি জেআইসিএ-র মাধ্যমে উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নের জন্য ‘কনসেশনাল ওডিএ লোন’ হিসেবে ২৩১ বিলিয়ন জাপানিজ ইয়েন (প্রায় ১৬,১৭৪ কোটি টাকা) পাওয়া গেছে।

ভারতে জাপানের রাষ্ট্রদূত সুজুকি সাতোশি বলেন, এরকম একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য সহায়তা দিতে পেরে জাপান গর্বিত। ধুবড়ি-ফুলবাড়ি সেতু দুই দেশের বন্ধুত্বের প্রতীক। জেআইসিএ-এর চিফ রিপ্রেজেন্টেটিভ মাৎসুমোতো কাৎসুয়ো বলেন, ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে বাংলাদেশে যাতায়াত সহজতর করবে ধুবড়ি-ফুলবাড়ি সেতু।