১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক বাম ছাত্র যুব সংগঠনের

সরকার বদলের দায় দিয়ে এবার নবান্ন অভিযানের প্রস্তুতি নিচ্ছে বাম ছাত্র সংগঠন । সূত্রের খবর আগামী ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ এই অভিযানের দিনক্ষণ ঘোষণা হয়েছে। রাজ্যের সমস্ত বাম ছাত্র যুব সংগঠনকে এই অভিযানে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে জেলায় জেলায় কর্মসূচিও শুরু করেছে বাম ছাত্র সংগঠনের একাধিক ছাত্র সংগঠন। এদিন জলপাইগুড়ি জেলা বাম ছাত্র যুবদের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের মধ‍্য দিয়ে একথা ঘোষণা করা হয়।

বাম ছাত্র যুব নেতারা জানান, আগামী ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের মাধ্যমে তারা সরকার বদলের ডাক দিতে চলেছেন। এই উপলক্ষে আগামী ২১ জানুয়ারি বাম ছাত্র যুবদের পক্ষ থেকে জলপাইগুড়ির আইএম‌এ ময়দান থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত একটি বিশাল মিছিল বের করা হবে। এই রাজনৈতিক কর্মসূচির মূল উদ্দেশ্য রাজ‍্য সরকারের পরিবর্তন। বাম যুব সংগঠনের নেতারা বলেন, এ রাজ্যে তৃণমূল সরকারের শাসনকালে সঠিক কর্মসংস্থান হয়নি। বেকার সমস্যা ক্রমবর্ধমান। প্রতিবছর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে না। এসএসসি পরীক্ষাও নেওয়া হচ্ছে না। চাকরির পরীক্ষায় চরম দুর্নীতি করছে তৃণমূল সরকার। সরকারের নানাবিধ জনস্বার্থবিরোধী, ছাত্র ও যুবসমাজ বিরোধী কার্যকলাপের প্রতিবাদে আন্দোলনে সামিল হ‌ওয়ায় জন‍্য নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই অভিযানে‌র মধ‍্য দিয়ে বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে ‘সরকার বদল’ আন্দোলন শুরু করা হবে।