হাইকোর্টের নির্দেশ প্রতিটি মন্ডপে মন্ডপে কার্যকর হচ্ছে কিনা তা খতিয়ে দেখল জলপাইগুড়ি জেলার পুলিশ। মানুষের বেরোনোর আগে জলপাইগুড়ি শহরের সমস্ত প্যান্ডেলে ব্যারিকেড, স্যানিটাইজেশন সহ যাবতীয় স্বাস্থ্যবিধি দেখতে এদিন শহরের সমস্ত পুজো মন্ডপে পৌঁছলেন জলপাইগুড়ি পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ আধিকারিকরা।
হাইকোর্ট ও প্রশাসনের নির্দেশ অনুযায়ী পুজো কমিটিগুলো মণ্ডপের সামনে সমস্ত সুরক্ষা ব্যবস্থা নিচ্ছে কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু করল জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন ।দুদিন আগে হাইকোর্টের নির্দেশের পরই পুলিশ প্রসাশনের কড়া নজরের মধ্য দিয়ে পুজো মণ্ডপগুলোতে কাজ হচ্ছে । হাইকোর্টের কোভিড রুলস মেনে পুজো কমিটিগুলোকে মণ্ডপসজ্জার কাজ করতে বলা হয়েছে । কোথায় কেমন কাজ হচ্ছে তা খতিয়ে দেখার জন্য বুধবার সকাল থেকে বিভিন্ন পুজো মণ্ডপগুলো ঘুরে দেখেন জলপাইগুড়ি জেলা পুলিশের কর্মীরা । এদিন দেখা গেল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত পুজো কমিটিগুলো মণ্ডপের সামনে কন্টেনমেন্ট জোন তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে । তৈরি করা হচ্ছে স্বেচ্ছাসেবকদের তালিকা। পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে ভিড় আটকাতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুজো কমিটিগুলোর পক্ষ থেকে।