স্টেলান্টিস ইন্ডিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক তাদের কর্ম সম্পাদনের জন্য ভারত ও সংশ্লিষ্ট অঞ্চলে মুখ্য গুরুত্ত্বপূর্ণ পদগুলিতে নিয়োগ সম্পন্ন করার কথা ঘোষণা করল। এখন ভারতে স্টেলান্টিসের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর হলেন রোলান্ড বউচারা। ভারত ও এশিয়া প্যাসিফিক রিজিয়নে ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অপারেশনের দায়িত্ত্ব পেলেন পার্থ দত্ত। স্টেলান্টিস ইন্ডিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিকের চিফ অপারেটিং অফিসার কার্ল স্মাইলি স্টেলান্টিসে রোলান্ড ও পার্থর নিয়োগের কথা ঘোষণা করেন ও তাঁদের অভিনন্দন জানান।
রোলান্ড বউচারা স্টেলান্টিস গ্রুপের ম্যানুফ্যাকচারিং অপারেশন-সহ জীপ ও সিট্রেন ন্যাশনাল সেলস কোম্পানিসমূহের পূর্ণ দায়িত্ত্ব পেলেন। ২০১৭ সাল থেকে তিনি সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) হিসেবে সিট্রেন ইন্ডিয়া অপারেশনসের ভার সামলেছেন। ২০১৭ সালে গ্রুপ পিএসএ-তে যোগ দেওয়ার আগে তিনি রেনল্টে বিভিন্ন গুরুত্ত্বপূর্ণ পদে আসীন ছিলেন। পার্থ দত্ত ২০১৯ থেকে প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এফসিএ ইন্ডিয়ার নেতৃত্ত্ব দিয়ে আসছেন। ১৯৯৯ সালে এফসিএ-তে যোগ দেওয়ার পর থেকে বিগত ২০ বছর ধরে তিনি সিনিয়র লিডারশিপ পোজিশনে কর্মরত। তাঁর কাজের ক্ষেত্রগুলি ছিল ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ও কমার্সিয়াল অপারেশনস, গভর্ন্যান্স, বিজনেস ডেভেলপমেন্ট প্রোজেক্টস, ইঞ্জিনিয়ারিং ও ভেহিকেল ইন্টিগ্রেশন।