কোম্পানির দেশব্যাপী বিস্তৃতির অভিযানে এপর্যন্ত ‘ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসাল্টেন্টস’ (আইবিসি) হিসেবে ১১০৭১টি ‘সোলোপ্রিনার্স’-এর সঙ্গে হাত মিলিয়েছেভারতের অন্যতম দ্রুত প্রসারণশীল এডটেক স্টার্ট-আপ ‘বড়া বিজনেস’। আগামী বছর নাগাদ এই স্টার্ট-আপ আইবিসি নেটওয়ার্ক বাড়িয়ে ১,০০,০০০টি করতে উদ্যোগী হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ‘বড়া বিজনেসের’ এরকম ৪১৫টি ডিস্ট্রিবিউশন এজেন্ট রয়েছে। বিস্তৃতির ফলে টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিতে তরুণ পেশাদারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বড়া বিজনেসের ফাউন্ডার সিইও ড. বিবেক বিন্দ্রাএন্টারপ্রিনার্স, ওয়ান্টেপ্রিনার্স ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক শিক্ষামূলক বক্তৃতাকালে একথা জানিয়েছেন ।
আইবিসি প্রোগ্রাম হল দেশে কোম্পানির প্রসারণের অঙ্গবিশেষ, যা তরুণ স্বনির্ভর ব্যক্তিদের সামনে নতুন ব্যবসার পথ খুলে দেয়। কোম্পানির ডিস্ট্রিবিউশন এজেন্ট হিসেবে আইবিসিগুলি কাজ করে ও নতুন নতুন এলাকায় তাদের প্রোডাক্টের বিস্তৃতি ঘটায়। কোম্পানি নিয়মিতভাবে আইবিসিগুলির জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে থাকে, যেখানে নতুন প্রোডাক্টস ও অফারিং বিষয়ে তাদের অবহিত করা হয় এবং তাদের তরুণ প্রফেশনাল ও স্মল এন্টারপ্রিনারদের নিকটে পৌঁছানোর ব্যবস্থা করে। উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত বড়া বিজনেস একটি এডটেক প্লাটফর্ম, যা ডিজিটাল বিজনেস লার্নিং কোর্সের সিরিজ এনেছে স্মল এন্টারপ্রিনার ও ওয়ান্টেপ্রিনারদের জন্য। স্টার্ট-আপ স্তরেই ২০২১-এর জানুয়ারিতে ১০০ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছেএই কোম্পানি।