লড়ে চলেছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অস্ত্রোপচার করার পর রক্তনালীতে আভ্যন্তরীন রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসক প্রধান ডাঃ অরিন্দম কর বলেন, ‘ অস্ত্রোপচার হয়েছে। রক্তক্ষরণ আর হবে না বলেই মনে হচ্ছে। হিমোগ্লোবিন কমে যাচ্ছিল তা আর হবে না। একবার তাঁর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ফের আগের মতো সচল হলেই আমরা তাঁর চেতনা কোনও না কোনওভাবে উন্নত করার দিকে মনোনিবেশ করব। গত ২৬ দিন ধরে টানা ইনটেনসিভ কেয়ার ইউনিটে এ অবস্থায় রয়েছেন তিনি।’