বুধবার রাতে সেই মেঘ থেকেই আচমকা বৃষ্টি নামে। কলকাতার দক্ষিণ শহরতলিতে বৃষ্টি হয়েছে। এই মরশুমে প্রথম বার বেশ ভালো শীত শীত ভাব অনুভূত হতে পারে কলকাতায়। সোমবার সকাল থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে।
তবে দক্ষিণ ২৪ পরগণা আর পূর্ব মেদিনীপুরে তুলনায় বেশ ভালোই বৃষ্টি হয়। বৃহস্পতি আর শুক্রবারও বিক্ষিপ্ত ভাবে এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও পশ্চিমাঞ্চলেও বৃষ্টি হতে পারে। শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘমুক্ত হয়ে যাবে। কমতে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রা।