রবিবার বন্ধ ছিল ভ্যাকসিনের কাজ, একারনে সোমবার জলপাইগুড়িতে ভ্যাকসিন নিতে উপচে পড়লো সাধারণ মানুষ।ভ্যাকসিন নিতে ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেন সাধারণ মানুষ।প্রথম প্রথম করোনা ভ্যাকসিন নিতে অহিনা দেখা গিয়েছিল মানুষের মধ্যে, করোনার দ্বিতীয় ঢেউ এ মৃত্যুর সংখ্যা বেশী, সেই কারনে ভ্যাকসিনের চাহিদাও বেশী।জলপাইগুড়ি সদর হাসপাতাল সংলগ্ন ফার্মাসি কলেজে ভ্যাকসিন সেন্টারে সোমবার ভ্যাকসিন নিতে ভোররাত থেকে লাইনে সাধারণ মানুষএর ভিড়।রবিবার এই ভ্যাকসিন সেন্টার বন্ধ থাকার কারণে আজ সোমবার ভিড় বেশি বলে মনে করা হচ্ছে।অনেক মানুষই দ্বিতীয় ডোজ নেবার জন্য ভোর থেকেই লাইনে দাড়িয়ে ছিলেন।যদিও প্রথম ডোজ আপাতত বন্ধ রয়েছে।কবে দেওয়া হবে তা জেলা স্বাস্থ্য দপ্তর সঠিক বলতে পারছেন না। তাই প্রথম ডোজ যারা নিয়েছেন তারাই দ্বিতীয় ডোজ নিতে উৎসাহিত হয়ে লাইনে দাড়িয়েছেন।