সুশান্তের মৃত্যুতে প্রশ্নের সম্মুখীন ময়না তদন্তকারী চিকিৎসকেরা

মু্ম্বই: সুশান্তের আত্মহত্যার তদন্ত করছে সিবিআই, ইডি ও এনসিবি৷ ক্রমেই মৃত্যু রহস্য আরও জোরালো হচ্ছে৷ সুশান্তের আত্মহত্যার তত্ত্বে প্রবল সন্দেহ রযেছে AIIMS-এর বিশেষজ্ঞ দলের৷ ইতিমধ্যেই নিষিদ্ধ ড্রাগ সংযোগে গ্রেফতার হয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, গ্রেফতার হয়েছেন পরিচারকও৷

তিন বিশেষজ্ঞ চিকিৎসকের দল ময়না তদন্তকারী চিকিৎসককে প্রশ্ন করেছেন৷ সুশান্তের গলায় বেশ খানিকটা জখম AIIMS-এর চিকিৎসকদের সন্দেহ আরও গাঢ় হয়েছে৷ বিশেষজ্ঞরা মনে করেন যদি কেউ ফাঁসি দেন সেক্ষেত্রে গলায় একটা কোণ বরাবর দাগ পড়ে যায় ৷ ঘাড়ের নীচের দিকটায় করে গভীর চোট লাগে৷ এই কারণেই AIIMS-এর চিকিৎসকেরা বেশ কয়েকবার ময়না তদন্ত করা চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেছেন ৷