সুশান্তের মৃত্যুর পর থেকেই দেশজুড়ে দাবি উঠেছিল সিবিআই তদন্ত হোক। সম্প্রতি সেই দাবি মেনেও নিয়েছে কেন্দ্রীয় সরকার। ক’দিন নিখোঁজ থাকার পরে সামনে এসেছেন সুশান্তের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তী। শুক্রবারই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সামনাসামনি হয়েছেন রিয়া। বিস্ফোরক দাবি করলেন, অভিনেতা শেখর সুমন। তাঁর বক্তব্য, রিয়া চক্রবর্তীকে টোপ বানিয়ে খুন করা হয়েছে সুশান্তকে। আর এর পিছনে রয়েছে বড় বড় মাথা।
সুমন বলেন, “খুন না আত্মহত্যা এনিয়ে আমার মনে কোনও প্রশ্ন ছিল না। শেষপর্যন্ত তদন্তভার যে সিবিআই এর হাতে গেল তাতেই আমাদের আন্দোলন সার্থক। সুশান্তের মৃত্যুকে কেন আত্মহত্যা বলে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল সেটাও এবার স্পষ্ট হয়ে যাবে।“ তিনি মনে করেন এর পিছনে মাস্টারমাইন্ড অন্য। সুমনের দাবি, “সম্ভবত রিয়াকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে এই দুষ্কর্মের জন্য। এর পিছনে অনেক বড় বড় মাথা রয়েছে। রিয়াকে ঘুটি হিসেবে ব্যবহার করা হয়েছে এই ষড়যন্ত্রে।“
তিনি বলেন, “সুশান্ত খুবই লেখালেখি করত। ও যদি আত্মহত্যা করত তবে অবশ্যই একটা সুইসাইড নোট সুশান্ত রেখে যেত। সুশান্ত যে বিপদের মধ্যে আছে সেটা ও ঘনিষ্ঠদের কাছে জানিয়েও ছিল।” শেখর সুমনের দাবি, এই সব বিষয় তদন্ত করে দেখা দরকার। ‘জাস্টিস ফর সুশান্ত’ নামে একটা গ্রুপও তৈরি করেন সুমন।