সাধু উদ্দ্যোগ নিল পুজো কমিটি

প্রতিদিন ভাঙছে রেকর্ড। দেশের অন্যান্য রাজ্য তো বটেই, বাংলাতেও করোনার প্রবল দাপট। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ। রাজ্যের মধ্যে কলকাতাতেও সংক্রমণের তীব্রতা ক্রমশ চোখরাঙাচ্ছে। এই পরিস্থিতিতে অক্সিজেনের জন্য হাহাকার সর্বত্র। বাদ যাচ্ছে না এ রাজ্যও। নতুন করে উদ্বেগ বাড়িয়েছে অক্সিজেনের সংকট। করোনা মোকাবিলায় রাজ্যের ক্লাব সংগঠন, দুর্গাপুজো কমিটিগুলিকে এগিয়ে আসার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই আবেদনে সাড়া দিয়েই এবার করোনা যুদ্ধে মাঠে নেমে পড়ল দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী ক্লাব। নয়া উদ্যোগ নিল অগ্রণী ক্লাব। অক্সিজেনের চাহিদা মেটাতে এবার দুয়ারে পরিষেবা শুরু হল শহরে। বিনামূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগের সূচনা করলেন ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, আপাতত ২০টি অক্সিজেন কনসেনট্রেটর জোগাড় করা হয়েছে। পুরোটাই বিনামূল্যে। দ্রুত আরও অক্সিজেন কনসেনট্রেটর বাড়ানো হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। 9831104656 অথবা 7003868414 নম্বরে ফোন করে অক্সিজেনের প্রয়োজনীয়তা জানালেই বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন কনসেনট্রেটর।