দীর্ঘ সাত বছর ধরে পারিশ্রমিক না পেয়ে শেষমেশ আন্দোলনের পথ বেছে নিল অরণ্য বন্ধুরা। সোমবার জলপাইগুড়ির অরণ্য ভবনের সামনে জমায়েত হয়ে আন্দোলন শুরু করেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক অরণ্য বন্ধু।
অরণ্য বন্ধুরা অভিযোগ করে বলেন প্রাক্তন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন তাদের আশ্বাস দিয়েছিলেন জেলার সমস্ত অরণ্য বন্ধুদের সাম্মানিকভাতা প্রদান করা হবে। কিন্তু আজ পর্যন্ত তা কার্যকরী করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এজন্য বন সহায়ক হিসেবে নতুন করে নিয়োগ হতে চলা পদে সমস্ত অরণ্য বন্ধুদের কাজে নেওয়ার দাবি জানান তারা। এই দাবি না মানা হলে আমরণ অনশন শুরু করার হুমকি দেন অরণ্য বন্ধুরা। পাশাপাশি গত সাত বছর ধরে কাজ করার জন্য সাম্মানিক ভাতা প্রদানের দাবিও তোলেন তারা।