সরকারি নির্দেশিকা মেনে করোনা অতিমারিতে বিদ্যালয়ে মিড ডে মিলের সামগ্রী বিতরণ অব্যাহত। এখন কোভিড আবহে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকলেও নিয়ম করে বিদ্যালয়ে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করছে বিদ্যালয় কর্তৃপক্ষ ।সোমবার দুপুরে ছাত্র ছাত্রীদের পরিচয় (আই কার্ড) অভিভাবক এবং অভিভাবকরা সঙ্গে নিয়ে মধ্যাহ্ন কালীন আহারের সামগ্রী বিদ্যালয় থেকে স্বাস্থ্য বিধি মেনে নিচ্ছে। ফনীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সিংহ বলেন কোভিড সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিধি মেনে নূন্যতম শারীরিক দূরত্ব ৬ফুট বজায় রেখে , মাস্ক পড়ে ও হাত স্যানিটাইজ দিয়ে ধুয়ে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হচ্ছে অভিভাবক অভিভাবিকাদের। শিক্ষার্থী প্রতি দেওয়া হচ্ছে ২কেজি চাল, ১কেজি আলু ও ছোলা , ডাল ২৫০ গ্রাম, সয়াবিন ২০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম এবং ১টি সাবান।