সরকারি চাকরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ ল্যান্ডলুজার কমিটির

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ফের নিজেদের দাবির সুর চড়াল জলপাইগুড়ি জেলার ল্যান্ড লুজার সদস্যরা। অবিলম্বে নিজেদের দাবি দাওয়া মেটানোর দাবীতে এদিন জলপাইগুড়ি পাহাড় পুরের কাছে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল কমিটির সদস্যরা। তাদের দাবি দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন করা সত্ত্বেও প্রায় ছয়শো জন ল্যান্ড লুজারকে আজ পযর্ন্ত সরকারি চাকরি দেওয়া হয়নি। তাই তাদের দাবি, অবিলম্বে বিভিন্ন সরকারি দপ্তরে বিনা পরীক্ষায় চাকরি দিতে হবে।

আন্দোলনকারীদের দাবি, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় সরকারি প্রকল্পের জন্য নিজেদের জমি দিয়েছিলেন তারা। এর পরিবর্তে সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিল প্রশাসন। কিন্তু দীর্ঘ কয়েক বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত কোনও সরকারি চাকরি তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ। বাধ‍্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান আন্দোলন শুরু করেছে‌ন তারা। খবর পেয়ে ঘটনা‌স্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে‌ন তারা।