সম্পন্ন হল শপথ গ্রহণ

অবশেষে সম্পন্ন হল। শপথ নিলেন বাকিরা সদস্যরাও। ৫ মে, বাংলার একুশের বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়লাভের পর, তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ৫ দিন পর, আজ সোমবার ১০ মে শপথ নিলেন তাঁর মন্ত্রিসভা। মাত্র ছ’মিনিটেই শেষ হল মমতার মন্ত্রীদের শপথগ্রহণ। শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নব্য গঠিত মন্ত্রিসভার ৪৩ জন মন্ত্রী। এর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী বাদে আরও ৮ জন মহিলা, মন্ত্রী হলেন। মন্ত্রিসভায় থাকছে বেশ কিছু নতুন মুখও। যদিও, প্রথমে রবিবার, কবিগুরুর জন্মদিনেই হবে শপথগ্রহণ অনুষ্ঠান, এমনটাই কথা ছিল। তবে, পরে কর্মসূচির বদল হয়েছে। শপথগ্রহণের পর সোমবার বেলা তিনটেয় নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে৷ রাজ্য সরকারের এই মুহূর্তে প্রধান এবং প্রাথমিক লক্ষ্য করোনা পরিস্থিতিকে সামলানো।