দেশে কৃষকদের হাতে যাতে আরও টাকা আসে, অর্থাৎ উৎপাদিত ফসল থেকে কৃষকরা যাতে আরও টাকা পান, সেজন্য আরও ১৪টি ফসলের সর্বনিম্ন দাম নির্ধারণ করল কেন্দ্রীয় সরকার। সোমবারের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এদিনের নিরাপত্তা ও আর্থিক বিষয়ক ক্যাবিনেট বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং খুচরো বা রাস্তার বিক্রেতাদের নিয়েও গুরুত্ব সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে দেখা গিয়েছে জিডিপি বৃদ্ধির হার নেমেছে ১১ বছরে সবচেয়ে তলানিতে এবং সম্প্রতি তিনমাসে তারওপর লকডাউনের ব্যাপক প্রভাব পড়েছে। ভারতীয় অর্থনীতি নিয়ন্ত্রক কেন্দ্রের তথ্য অনুযায়ী, এপ্রিলে কর্মহারা হয়েছেন প্রায় ১২ কোটি মানুষ।