সংক্রমণ রুখতে মহালয়ায় বন্ধ দক্ষিণেশ্বর

করোনাভাইরাস সংক্রমণ রুখতে লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল দক্ষিণেশ্বর মন্দির। কঠোরভাবে যাবতীয় সুরক্ষা বিধি মেনে গত ১৩ জুন থেকে মন্দির খোলা হয়েছে। কিন্তু তর্পণের ভিড় এড়াতে মহালয়ার সকালে পুরোপুরি বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির। মন্দির চত্বরেও প্রবেশ করা যাবে না মন্দির পুরোপুরি বন্ধ রাখার জন্য দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষকে চিঠি দেয় পুলিশ।

সিদ্ধান্ত নিতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে মন্দির কর্তৃপক্ষ। বিকেল তিনটে থেকে অবশ্য মন্দির দর্শনের সুযোগ মিলবে। রাত সাড়ে আটটা মন্দির দর্শনের সুযোগ পাবেন পুণ্যার্থীরা। সেই সময় গঙ্গার ঘাটে যাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।