গত ডিসেম্বরে পর্যটকদের ভিড় বাড়ছিল ডুয়ার্স, দার্জিলিং, কালিম্পং- এ। ঘুরে দাঁড়াতে শুরু করেছিল উত্তরবঙ্গের পর্যটন শিল্প। যা অর্থনৈতিক সমৃদ্ধিকে প্রভাবিত করছিল। কিন্তু কড়া বিধি-নিষেধ জারি হওয়ায় তা সবই ভেস্তে গেল।
বছরের শুরুতেই রাজ্যে দৈনিক সংক্রমণের লাগাম ছাড়া বৃদ্ধি পাওয়ার ফলে ফের সংকটে পড়লো পর্যটন শিল্প। গতকাল নবান্ন থেকে কড়া বিধিনিষেধ ঘোষণা করার পরই গরুমারা জাতীয় উদ্যান চাপরামারি ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারি এবং ইকো-ট্যুরিজম সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। বন দফতর সূত্রে খবর, বর্তমানে নতুন কোনও নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।