২০১০ সালের পরে ২০২১ সালের ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে হরিদ্বারের পবিত্র কুম্ভমেলা। মাত্র ২৮ দিন হবে কুম্ভমেলা। উত্তরাখণ্ড প্রশাসনের তরফে ইতিমধ্যেই কুম্ভ মেলা আয়োজনের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনা পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। স্নান সারার ক্ষেত্রেও থাকছে একাধিক বিধিনিষেধ। প্রত্যেক ১২ বছর অন্তর অন্তর হয় কুম্ভমেলা। কয়েক কোটি মানুষ পুণ্য অর্জনের জন্য মেলায় অংশ নেন।