চারিদিকে ঘন কুয়াশা, নিঃস্তব্ধ রাতে কুয়োর ভেতর থেকে বিকট শব্দ, ভেসে আসছে কান্নার আওয়াজ আঁতকে উঠলেন বাড়ির মালিক। শুক্রবার তখন রাত আনুমানিক বারোটা মিলপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বসাকপাড়া বাসিন্দা বণিক কান্নার আওয়াজ শুনতে পায় কুয়োর ভেতর থেকে।ওর ভেতরে কিছু একটা পড়েছে সম্ভবত চিতাবাঘ ।
উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।সাথে সাথে বিষয়টি তারা জানায় ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ার ম্যান রাজেশ কুমার সিং কে, খবর দেওয়া হয় বনকর্মী এবং দমকল কর্মীদের।
ঘন কুয়াশা থাকায় এলাকাবাসীরা কুয়ায় টর্চ দিয়ে দেখার চেষ্টা করে আসলে কি পড়েছে।টর্চের দিয়ে দেখে হালকা ডোবাকাটা মাথা দেখা যাচ্ছে,কুয়াশার রাত তার মধ্যে সম্ভবত চিতাবাঘ হওয়ায় তারপর তারা বনদপ্তর কে খবর দেয় । দমকল কর্মীরা এসে তাদের লাইট এর সাহায্যে দেখতে পান এটি কোনো চিতাবাঘ নয় ওটা এক বন বিড়াল