শিলিগুড়িতে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার ,উদাসীন পুরনিগম

করোনা পরিস্থিতিতে নজরদারির অভাবে শিলিগুড়িতে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার । গ্রীন ট্রাইব্যুনাল এর নির্দেশিকা অগ্রাহ্য করে কিভাবে শহরে প্লাস্টিকের ব্যবহার বাড়ছে তা নিয়ে উঠছে প্রশ্ন । এনিয়ে শিলিগুড়ি পুরনিগমের কোনো হোলদোল নেই । শহরের মার্কেট , বাজার এবং সব দোকানে দেদার বিকোচ্ছে প্লাস্টিকের ক্যারিবাগ ।করোনা পরিস্থিতির আগে শিলিগুড়িতে প্লাস্টিকের ক্যারিব্যাগ নিষিদ্ধ ছিল। মাঝে মাঝে বাজারগুলিতে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে নামত কর্পোরেশনের প্রতিনিধি ।কিন্তু বর্তমানে প্রশাসনিক নজরদারির অভাবে শিলিগুড়িতে আবার প্লাস্টিকের ব্যবহার বেড়েছে ।এনিয়ে পুরনিগমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।