শিলিগুড়ি পুর এলাকায় লকডাউন

শিলিগুড়িতে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হওয়া লকডাউন চলবে আগামী বুধবার পর্যন্ত। সংক্রমণ প্রতিরোধে শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডেই আগামী একসপ্তাহ সম্পূর্ণ লকডাউন। তাই কড়া প্রশাসনও। চলছে নাগরিকদের গাড়িতে তল্লাশি। অপ্রয়োজনে তাঁরা বাড়ির বাইরে কিনা, জানতেই এই তল্লাশি। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় মোট সংক্রমিত ৩৪,৪২৭ জন। সক্রিয় সংক্রমণ ১২,৭৪৭, মৃত হাজার। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০,৬৮০ জন। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর। এদিকে, সরকারি অব্যবস্থা এবং অপদার্থতার কারণেই পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ দ্রুতহারে ছড়াচ্ছে, এমনটাই মনে করছে রাজ্যের বিরোধী দলগুলো।