শিলিগুড়ি কলেজে ভর্তি দুর্নীতি

বিতর্ক পিছু ছাড়ছে না শিলিগুড়ি কলেজে! ভর্তির মেরিট লিস্টে “শিনচ্যান” বিতর্ক থামার পরেই ভর্তি দুর্নীতিতে আবার শিরোনামে । জানা গিয়েছে ভর্তি প্রক্রিয়ায় কলেজ কর্তৃপক্ষ যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্র ভর্তি নিচ্ছে কলেজ । কলেজে মেরিট লিস্ট প্রকাশের আগেই কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে ছাত্রছাত্রীদের অনার্স কোর্সে ভর্তি হতে হলে প্রথমে পাস কোর্সে ভর্তি হতে হবে । তারপর অনার্স কোর্সের তালিকায় নাম আসলে তখন ওই ছাত্র অনার্সে ভর্তি হবে । যারা পাস কোর্সে ভর্তি হবেনা তাদের কোনোমতেই অনার্স কোর্সএ ভর্তি নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় কলেজ । এই নির্দেশিকা নিয়েও বিতর্ক চলে । অভিযোগ এসবের পরেও দেখা যায় অনার্স তালিকায় এমন কিছু ছাত্রছাত্রীর নাম রয়েছে যারা পাস কোর্সে ভর্তি হয়নি ।


শিলিগুড়ি কলেজে ছাত্র দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন কলেজের কিছু অধ্যাপক । পরিচালন সমিতি কলেজের এই ভর্তি দুর্নীতির সমস্ত দায় কলেজ অধ্যক্ষের উপর চাপিয়েছে । শিলিগুড়ির জনৈক অধ্যাপক অভিযোগ করে জানিয়েছেন পরিচালন সমিতি এনিয়ে দায় এড়াতে পারে না । কলেজের ছাত্র দুর্নীতি নিয়ে ইতিমধ্যে বিরোধী ছাত্র সংগঠনগুলি পথে নেমেছে । যদিও টিএমসিপি এই দূর্নীতির দাবিকে নস্যাৎ করে দিয়েছে । ছাত্র নেতা চাঁদ ওরফে অভিষেক ব্যানার্জি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন কলেজে ভর্তি নিয়ে কোনো দুর্নীতি হয়নি । ভর্তি নিয়ে অনলাইন পোর্টালে কিছু ভুল ত্রুটি হয়েছিল কিন্তু এখন আর সমস্যা নেই । তৃণমূলের এই ছাত্র সংগঠন ইতিমধ্যে কলেজে আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে ।