শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ি শহরে। সদ্য সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা বামনেতা শংকর ঘোষ। আর দল ত্যাগ করার দুদিন বাদেই মিলে গেল বিজেপি দলের টিকিট। বাম থেকে রামে আশা এই নেতা কে মেনে নিতে পারছেন না অনেকেই। বিজেপি নেতা কর্মী-সমর্থকরা বাম থেকে দলে আসা নয়া এই নেতাকে প্রার্থী হিসেবে মানতে পারছেন না। বেশ কয়েকজন বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। শুক্রবার রাতেই শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থীর শংকর ঘোষ কে নিয়ে পড়ল পোস্টার। পোস্টারে লেখা রয়েছে। ছাত্র হত্যার নায়ক শংকর ঘোষ কে একটিও ভোট নয়। কোনো পোস্টারে লেখা রয়েছে সনু পাটেল এর আত্মার শান্তি কামনায় শংকর ঘোষ কে একটিও ভোট নয়। আবার কোন পোস্টারে লেখা রয়েছে ছাত্র আন্দোলনের কলঙ্ক শংকর ঘোষ কে একটিও ভোট নয়। তবে কে বা কারা এই পোস্টটার মারলো তা নিয়ে শুরু হয়েছে জল ঘোলা। শঙ্করবাবু সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে গেছেন এটা মেনে নিতে পারছে না বাম ছাত্র রাজনীতিতে তার সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করে আসা অনেকেই। এবার শঙ্করবাবু লড়াই করছেন তারই রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্যের সাথে। তবে শংকর বাবু কে নিয়ে এই পোস্ট আর কে বা কারা শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিল সেটাই এখন বড় প্রশ্ন।