শিক্ষকদের বাড়ির কাছে বা নিজের জেলায় বদলির জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। ‘উৎসশ্রী’ পোর্টাল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২ আগস্ট থেকে চালু হবে এই উৎসশ্রী পোর্টাল। পোর্টাল উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন থেকে বদলির আদেশনামা সবটাই হবে অনলাইনে। সুনির্দিষ্ট সময়ের মধ্যেই এবং নির্দিষ্ট পদ্ধতি মেনে বদলির কাজ হবে। আবেদনকারীরা তাঁদের আবেদন সম্পর্কে বিশদ তথ্য পাবেন এই পোর্টালের মাধ্যমে। অর্থাৎ, তাঁরা যে আবেদন করেছেন তা পর্যায়ে রয়েছে তা জানা যাবে এই পোর্টালের মাধ্যমে। কোথাও কোনও ফাইল আটকে রয়েছে কি না তা পর্যবেক্ষণ করা হবে এই পোর্টালের মাধ্যমে। একইসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন ২০ জনের একটি টিম তৈরি করা হয়েছে। কোথাও শিক্ষক শিক্ষিকারা কোনও সমস্যার সম্মুখীন হলে তা দেখবে এই টিম। কোনও ফাইল ২৪ ঘণ্টার বেশি আটকে রাখার অবকাশ নেই বলে সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু মাপকাঠি নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আবেদনের জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে অন্তত স্থায়ী শিক্ষক হতে হবে। বর্তমানে যে স্কুলে তিনি শিক্ষকতা করছেন সেখানে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকা দরকার। উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে নিজের স্কুলের ২৫ কিলোমিটারের মধ্যে এবং প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে নিজের সার্কেলে আবদেন করা যাবে না। আবেদনকারীর বয়স হতে হবে ৫৯ বছরের মধ্যে।