শিক্ষক নিয়োগের দাবিতে আজ আলিপুরদুয়ারে ডুয়ার্সকন্যা অভিযান করল চাকরি প্রার্থীরা। বিধানসভা নির্বাচনের আগেই দ্রুত এসএলএসটি পরীক্ষার দাবিতে এদিন প্রায় শতাধিক ডিগ্রিধারী বেকার যুবকরা আন্দোলন করে ।
তাদের অভিযোগ, বিএড ডিগ্রি করে হাজার হাজার চাকরি প্রার্থী শিক্ষক নিয়োগের স্বপ্ন দেখছে অথচ রাজ্য সরকার সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই । প্যানেল লিস্ট এবং পুরোনো ভাইভা নিয়ে দুর্নীতির বিরুদ্ধেও তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ মিছিল দেখায় ডুয়ার্সকন্যার সামনে ।
বিগত কয়েক বছর ধরে রাজ্য জুড়ে প্রচুর শিক্ষিত বেকার যুবক বিএড কোর্স কমপ্লিট করে চাকরির আশায় দিন গুনছে। কিন্তু সরকারি নিয়োগ পরীক্ষা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তারা হতাশ। আগামী বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ পরীক্ষা সহ সমস্ত প্রক্রিয়া শেষ করতে হব, এই ছিল তাদের মূল দাবি। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা এই সরকারের সময়ে শুধুমাত্র দুবারই হয়েছে। এবং এটাকে তারা এই সরকারের ব্যর্থতা বলেই মনে করে। তাদের দাবি অবিলম্বে নিয়োগ পরীক্ষা শুরু হোক।