শহরের সব টোটোকে টিন দেওয়ার দাবিতে বিক্ষোভ সিটুর

পয়লা জানুয়ারি থেকে নতুন নিয়ম জারি হতেই অবৈধ টোটো মূল রাস্তা থেকে উঠে গেলেও এবার টোটো নিয়ে সরগরম শহর শিলিগুড়ি । এদিন শহরের সমস্ত টোটোকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রতিবাদে শামিল হল সিটু।

শহরের যানজটের কথা মাথায় রেখে এবং সুপ্রিমকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে মন্ত্রী গৌতম দেব জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে অবৈধ টোটোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। শহরের মূল সড়ক এবং জাতীয় সড়কে টোটো চলাচলের বিরুদ্ধে অভিযান চালাতেই এর প্রতিবাদে পথে নামল বাম শ্রমিক সংগঠন সিটু।সিটু নেতা সমন পাঠকের দাবি শহরের সমস্ত টোটোকে টিন বা রেজিস্ট্রেশন দিতে হবে।এরা দীর্ঘদিন ধরে টোটো চালাচ্ছে ।অনেকে ধার দেনা করে টোটো কিনেছে।এখন এদের টোটো চালাতে না দিলে টোটো চালকরা অনাহারে মারা যাবে। সমন পাঠকের দাবি অবিলম্বে সমস্ত টোটো কে আইনি স্বীকৃতি দেওয়ার ব্যবস্থার দাবিতে জেলাশাসককে ডেপুটেশনে দিলেন তাঁরা ।