লোকডাউনের দিকে যাচ্ছে একের পর এক রাজ্য

ভয়াবহ রূপ বদলেছে করোনার নয়া স্ট্রেন। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। একের পর এক হাসপাতালে কার্যত মৃত্যু মিছিল। দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। করোনা সংক্রমণে রাশ টানতে ইতিমধ্যেই লকডাউনের পথে হেঁটেছে দিল্লি, কেরল সহ একাধিক রাজ্য। এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার সম্পূর্ণ লকডাউন জারি করল কর্ণাটক সরকার। আগামী ১০ মে থেকে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করল স্তালিন সরকারের তরফে। চলবে আগামী ২৪ মে পর্যন্ত। জরুরি পরিষেবা ব্যতীত অন্যান্য ক্ষেত্রের কাজ বাড়ি থেকেই করতে হবে। গত কয়েকদিনে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজারের বেশি।