লক্ষাধিক টাকার জাল নোট সহ ধৃত এক

লক্ষাধিক টাকার জাল নোট সহ গ্রেপ্তার হল একজন। মালদায় সোমবার রাতে এই জাল নোট পাচারের আগেই মালদার বৈষ্ণব নগর থানার পুলিশ পাকড়াও করে ওই জালনোট চক্রের পান্ডাকে। পুলিশ মঙ্গলবার ধৃতকে সাত দিনের জন্য পুলিশ রিমান্ডে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃত জালনোট কারবারীর নাম মতিউর শেখ (২৪)। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৬৪ টি দুই হাজার টাকার জাল নোট । মোট জালনোটে পরিমাণ ১ লক্ষ ২৮ হাজার টাকা । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ২৮ হাজার টাকার জালনোট। উদ্ধার হওয়া জালনোটগুলি সবই দুই হাজার টাকার বলে জানিয়েছে পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে পারলালপুর এলাকার গঙ্গার ঘাটে সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়। সেখান থেকেই পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে এই জালনোটগুলি। গঙ্গা নদী পেরিয়ে ঝাড়খন্ডে পাচার করার পরিকল্পনা নিয়েছিল ওই যুবক ।এই জালনোটগুলি যুবক কোথা থেকে সংগ্রহ করেছিল এবং ঝাড়খণ্ডের কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।