আজ বিশ্ব করোনা মোকাবিলায় ব্যস্ত, যুদ্ধ যেন চলেই যাচ্ছে। যার দরুন রাজ্যে চলছে লকডাউন। হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকায় প্রায় অনাহারে, অযত্নে দিন কাটছে পথ কুকুরদের। খিদের জ্বালায় আনাচে-কানাচে ঘুরছে এই পথশিশুরা, কিংবা দুর্বলতায় গুটিসুটি মেরে পরে রয়েছে পথের এক কোণে।
খিদের তাড়নায় মানুষের কাছে ঘেঁষলে, কপালে জুটছে মার কিংবা তাদের তাড়িয়ে দেওয়া হয়। খাদ্যের অভাবে তাদের সাস্থে প্রভাব পরার সঙ্গে নানান রোগে আক্রান্ত হচ্ছে। এহেন পরিস্থিতিতে কিছু NGO (এনজিও) ও পশুপ্রেমীরা তাদের সাহায্যে এগিয়ে আসছে। তাদের সহায়তায় বেঁচে উঠেছে এই পথশিশুরা। সময় করে খাবার পৌঁছে দিচ্ছেন তারা। পরিস্থিতি যেমনই আসুক না কেন, খারাপটা সব সময় এই পথ কুকুরদের ওপর দিয়েই যায়!