রোগীদের কাছ থেকে ডাক্তারদের বেশি ভিসিট নেওয়ায় প্রতিবাদ জানিয়ে গণস্বাক্ষর অভিযান শিবসেনার

ডাক্তারদের অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে গণস্বাক্ষর অভিযানে নামল শিবসেনার কর্মীরা। এদিন মালদার চাঁচলে এনিয়ে প্রতিবাদও দেখান তারা।মঙ্গলবার দুপুরে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় এলাকায় শিবসেনার পক্ষ থেকেই এই গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি গ্রহণ করা হয়। পথচলতি মানুষদের কাছে তাদের এই দাবির বিষয়টি জানিয়ে সই সংগ্রহ করা হয় । তাদের দাবি গরিব ও নিম্নমধ্যবিত্ত মানুষরা ডাক্তারের ফি জোগাড় করতে নাজেহাল হচ্ছে।কোনো কোনো ডাক্তার ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ভিজিট চার্জ নিচ্ছে যার ফলে সাধারণ মানুষেরা সুষ্ঠু এবং বাইরে ডাক্তার দেখাতে পারছে না।পাশাপাশি শিবসেনার এই কর্মসূচির মধ্যেই কংগ্রেস এবং বিজেপি ছেড়ে প্রায় ৫০০ জন নেতাকর্মীরা যোগদান করলেন।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন শিবসেনার রাজ্যের সাধারণ সম্পাদক অশোক সরকার , দলের মালদা জেলা সভাপতি উত্তম নন্দী, সম্পাদকদ ধনেশ্যাম দাস ও সুরেশ সরকার সহ অন্যান্যরা। এদিন চাচোল , মালতিপুর , পুরাতন মালদা , ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রগুলি থেকে বিজেপি এবং কংগ্রেস ছেড়ে প্রায় ৫০০ জন নেতাকর্মীরা শিবসেনায় যোগদান করেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদের হাতে দলীয় ঝান্ডা তুলে দেন শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার।
শিবসেনার রাজ্যের সাধারণ সম্পাদক অশোক সরকার বলেন, গরিব এবং সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবেই ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে ২০০ টাকার ভিজিট নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সেই অনুরোধের বিষয়টি চিকিৎসকদের বৃহৎ সংগঠন আইএমএ’র কাছে তুলে দেওয়ার জন্য সাধারণ মানুষের গণস্বাক্ষর নেওয়া হচ্ছে। আমরা চাই নির্ধারিত ২০০ টাকা ভিজিট হলে সকলের পক্ষেই চিকিৎসা পরিষেবা পেতে সুবিধা হবে।

পাশাপাশি তিনি জানান , আসন্ন বিধানসভা নির্বাচনে মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১০০ টি আসনে প্রার্থী দেবে শিবসেনা। তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।