রিয়া চক্রবর্তীর আপাতত ঠিকানা বাইকুলা জেল

মুম্বই: তিন দিন টানা জেরার পর গ্রেফতার গতকাল হয়েছেন বলিউড অভিনেত্রী ও সুশান্ত সিং রাজপুতের ‘প্রেমিকা’ রিয়া চক্রবর্তী! শেষ পর্যন্ত গতকাল তাঁকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো৷ মঙ্গলবার রাতে এনসিবি কোয়াটারে থাকতে হয়েছে রিয়া৷ রিয়াকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ আদালতের। রিয়ার গ্রেফতারির নির্দেশের পরই তাঁকে মুম্বইয়ের সায়ানের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল পরীক্ষার জন্য৷ সেখানে তাঁর কোভিড পরীক্ষাও হয়৷ পরীক্ষার ফল নেগেটিভই এসেছে বলে জানানো হয়েছে৷ জানা গিয়েছে, অন্য তিন গ্রেফতার অভিযুক্ত সৌভিক, স্যামুয়েল, দীপেশদের সঙ্গে রিয়াকে আদালতে নিয়ে যাওয়া হবে৷ খবর রয়েছে, রিয়ার বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমাণ পেয়েছে এনসিবি৷

বাইকুলা জেলই আপাতত প্রাক্তন ভিজে ও ‘জলেবি’ ছবির অভিনেত্রীর ঠিকানা৷ আদালতে NCB-র দাবি, রিয়া চক্রবর্তীর মাদক যোগ প্রমাণিত। নিয়মিত মাদক কিনতেন তিনি৷ সৌভিক, স্যামুয়েল, দীপেশকে মাদক আনার নির্দেশ দেন৷ সুশান্তের জন্য মাদক কেনার কথা স্বীকারও করেছেন তিনি৷ রিয়ার বিরুদ্ধে NDPS আইনের চার ধারায় মামলা হয়েছ। মাদক বিক্রি, মজুত, সরবরাহের অভিযোগে মামলাও ঝুলছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বার্তা, এনসিবির নজরে এবার রাঘব বোয়ালরা৷ তবে এই সূত্র ধরেই কি খুঁজে বার করা যাবে সুশান্তের মৃত্যুর কারণ ! অপেক্ষায় গোটা দেশ।