সরকার ১ অক্টোবর থেকে সরষের তেলের সঙ্গে অন্য কোনও রান্নার তেলের মিশ্রণের উপরে নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা করায় অগ্রণী ভোজ্য তেল প্রস্তুতকারক রিতিকা ভেজিটেবল অয়েল প্রাইভেট লিমিটেড সরষের তেলের উৎপাদন বাড়িয়ে দিচ্ছে। বিগত ৪০ বছর ধরে ডাটা গ্রুপ ভোজ্য তেল উৎপাদন করে চলেছে। তাদের তেল বাজারে বিভিন্ন ব্র্যান্ড নামে বিক্রয় হয়, যেমন স্কুটার, অশোকা ও শিব ক্লাসিক। আসামের বিভিন্ন জেলায় এই কোম্পানির উপস্থিতি রয়েছে। রিতিকা অন্যান্য ক্যাটাগরির ভোজ্য তেলও উৎপাদন করে, যেমন সয়া অয়েল, পাম অয়েল ও বনস্পতি। এই কোম্পানি আসামে তার উপস্থিতি আরও জোরদার করার লক্ষ্যে প্রধান জেলাগুলিতে ডিস্ট্রিবিউটর নিয়োগ শুরু করেছে। কোম্পানির এক মুখপাত্র এপ্রসঙ্গে জানান, সরকার তেল প্রস্তুতকারকদের জানিয়ে দিয়েছে সরষের তেলে অন্য কোনও ভোজ্য তেল মেশানো চলবে না, কিন্তু অন্যান্য তেলের মিশ্রণের উপরে নিষেধাজ্ঞা নেই। এজন্য রিতিকার খাঁটি ও উচ্চমানের সরষের তেলের উৎপাদন বাড়ানো হচ্ছে।