প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। এই মুহূর্তে দেশজুড়ে যা করোনা পরিস্থিতি, তাতে ভয়ঙ্কর, উদ্বেগজনক ইত্যাদি কোনও বিশেষণই যথেষ্ট নয়। প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে মারণ করোনা। বাংলাতেও ভোটের মরশুমে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমস্ত রকম ছুটি বাতিল করল রাজ্য সরকার। রাজ্যবাসীর স্বার্থে সবার কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। প্রসঙ্গত, রাজ্যের মধ্যে কলকাতার পরিস্থিতি সবথেকে উদ্বেগজনক।