রাজবংশী আর কামতাপুরি একই ভাষা আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে বসে সোজা মেনে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের জনগোষ্ঠীর মাতৃভাষা নিয়ে বিবাদ চলছে। বর্তমান রাজ্যসরকার প্রথমে রাজবংশী ভাষা একাডেমি এবং পরবর্তীতে কামতাপুরি ভাষা একাডেমি গঠন করে ।
একই অঞ্চলের জন্য দুই ভাষা একাডেমি নিয়ে দ্বিধায় পরে উত্তরবঙ্গের মানুষ। অভিযোগ একই অঞ্চলের মানুষের মুখের ভাষার দুই নাম নিয়ে সাধারণ মানুষ বিরক্ত হলেও কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য এই দুই একাডেমি চলছে। আজ একই ভাষার দুই নাম নিয়ে সমস্যার কথা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উঠে আসতেই মুখ্যমন্ত্রীর বলেন যে রাজবংশী ভাষা একাডেমি গঠনের পর কামতাপুরিদের সেন্টিমেন্টের জন্য কামতাপুরি ভাষা একাডেমি গঠিত হয়। যেহেতু এই দুটি একাডেমি সংবিধানে পাশ হয়েছে তাই এই মুহূর্তে এই বিতর্কিত বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
বলাই বাহুল্য উত্তরবঙ্গেরএই দুই ভাষা যে আসলে একই ভাষা তা তাঁর কথাতেই স্পষ্ট।