৪১ তম ফ্রাঙ্ক ওরাল ডে পালিত হলো রক্তদান শিবিরের মাধ্যমে। জানা গেছে এদিন সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সূর্যনগর মাইকেল স্কুলের মাঠে এই রক্তদান শিবিরের আয়োজন করে তাঁরা। জানা গেছে এই রক্তদান শিবিরে ১০১ জন রক্তদান করেন যাদের মধ্যে নয়জন মহিলা।
উল্লেখ্য ক্রিকেট খেলার সময় ভারতীয় খেলোয়াড় নারি কন্ট্রাক্টরের মাথায় বল লাগলে তৎক্ষনাৎ চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হয়।সেসময় বিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ফ্রাঙ্ক ওরাল রক্তদান করে। সেই দিনটিকেই স্মরণে রেখে সিএবি এবং এসোসিয়েশন অব ভলান্টিয়ারি ব্লাড ডোনার ওয়েস্ট বেঙ্গল এর সহায়তায় এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা গিয়েছে সংস্থার তরফ থেকে। এদিন এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ কল্যাণ খান, ডাঃ সন্দীপ সেনগুপ্ত, ডাঃ শঙ্খ সেন, ক্রিকেট কোচ জয়ন্ত ভৌমিক সহ অন্যানরা। সূর্যনগর ক্লাবের সদস্যরা জানিয়েছেন সংগৃহিত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।