যুদ্ধ চায় না চিন: চিনের প্রেসিডেন্ট

সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চিনের সংঘাত চলছে মে মাস থেকে। কোনও সমাধান বেরোচ্ছে না পর পর আলোচনার পরেও। এর মধ্যেই রাষ্ট্রপুঞ্জের ৭৫ তম সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করলেন, চিন কোনও দেশের সঙ্গে ঠান্ডা যুদ্ধ বা যুদ্ধ চায় না। চিনের রাষ্ট্রপতি হওয়ার পাশাপাশি চিনের সেনাবাহিনীর কম্যান্ডার ইন চিফও জিনপিং।

চিনের প্রেসিডেন্ট বলেন, “কোনও দেশের সঙ্গে ঠান্ডা যুদ্ধ বা যুদ্ধ করার মানসিকতা আমাদের নেই। আমরা ক্রমাগত আলাপ-আলোচনার মাধ্যমেই অন্য দেশের সঙ্গে ব্যবধান কমানো ও সমস্যা সমাধানের কাজ চালিয়ে যাব। আমরা চাই না কোনও দেশের এলাকা অধিকার করে তাদের শান্তি বিঘ্নিত করতে।” যদিও তাঁর এই দাবি কতটা কার্যকরী হয় সেটাই দেখার।