ম্যাগমা এম-স্কলারশিপের মেধাতালিকা প্রকাশ

আর্থিক দিক থেকে পিছিয়ে পরা মেধাবী ছাত্রদের পড়াশোনার জন্য এবছর ২০২০ সালের স্কলারশিপের মেধাতালিকা প্রকাশ করল ম্যাগমা ফাউন্ডেশন ।জানা গেছে  ২০১৫ সাল থেকে ম্যাগ্মা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী শিক্ষার্থীদের “এম-স্কলার” প্রদান করছে এবং ইতিমধ্যেই ৪০০ জন ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান করেছে। এই নতুন তালিকার সাথে সুবিধাপ্রাপকদের সংখ্যা ৫০০ স্পর্শ করবে। 

এই তালিকা ঘোষণা করার সময় সংস্থার কর্ণধার কৌশিক সিনহা জানিয়েছেন ,“উচ্চমানের শিক্ষার ভিত্তির ওপরই একটি সফল দেশের নির্মাণ হয়।  ম্যাগ্মা গরীব পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য তৈরি এম-স্কলার প্রোজেক্টের মধ্যে বিনিয়োগ করার মাধ্যমে নিজের উদ্দেশ্য‘ছোট স্বপ্নে বিনিয়োগের’ ধারাকে অব্যাহত রেখেছে।  ১৫-১৮ বছর বয়সী ৫০% বাচ্চারা স্কুল যাওয়া বন্ধ করে দেয় এবং আমাদের প্রধান উদ্দেশ্য হল তাদেরকেশিক্ষার মূলধারায় ফিরিয়ে নিয়ে আসা। ম্যাগ্মা এম-স্কলার৪০০জন ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের মধ্যে অনেকেই ইতিমধ্যে লাভজনক কর্পোরেট অ্যাসাইনমেন্টের সাথে নিজের পেশাদার কেরিয়ারে সুদৃঢ় করেছে। আমরা আশা করি আমাদের সব অ্যালিউমনাই সফল ব্যক্তি, চিন্তাবিদ, উদ্ভাবক এবং ভবিষ্যতের প্রখ্যাত নেতৃত্ব হয়ে উঠবেন। ”