মোগলিক্স প্রসারিত হচ্ছে ভারতে

ভারতের একটি বৃহত্তম বি-টু-বি কমার্স কোম্পানি মোগলিক্স দেশের বিভিন্ন স্থানে তার প্রসারণ ঘটাচ্ছে। বর্তমানে তার উপস্থিতি রয়েছে ৩৫টি স্থানে। উত্তরপূর্বাঞ্চলের গুয়াহাটিতে মোগলিক্সের সাপ্লাই চেইন প্রসারিত হয়েছে। নতুন নতুন অঞ্চলে প্রবেশের সঙ্গে মোগলিক্স বাণিজ্যিক সংস্থা ও এসএমই-গুলিকে দিচ্ছে ‘ডিজিটালি এনাবেলড সাপ্লাই চেইন সলিউশন’। ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে তার গ্রাহকদের জন্য মোগলিক্স বি-টু-বি সাপ্লাই চেইন চালু রেখেছে। 

উত্তরপূর্বে সাপ্লাই চেইনের প্রসারণের মাধ্যমে মোগলিক্স এখন তার উপস্থিতি চিহ্নিত করল গুয়াহাটিতে। এখানে সাপ্লাই চেইনের কাজ, ভেন্ডর-ম্যানেজড ইনভেন্টরি ও ওয়্যারহাউসিং অপারেশন আরম্ভ হয়েছে। গুয়াহাটিতে পদক্ষেপ করে মোগলিক্স এই অঞ্চলে তার সংযোগ বৃদ্ধি করতে চলেছে। প্রতিবেশী মেঘালয় ও ত্রিপুরাতেও মোগলিক্স অদূর ভবিষ্যতে কাজ শুরু করবে। উল্লেখ্য, চলতি বছরের গোড়ার দিকে তার বিশ্বব্যাপী প্রসারণের কথা জানিয়ে মোগলিক্স ঘোষণা করেছিল ইউনাইটেড কিংডমে সরকারি এজেন্সি ও সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে তারা দেশের পিপিই সাপ্লাই চেইন মজবুত করবে এবং ২০টি দেশে ৫ মিলিয়ন মানুষের জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পাওয়া নিশ্চিত করবে।