মুখ্যমন্ত্রীর কর্মীসভার তোরণ ভেঙে পড়ল ট্রাকের ওপর

মুখ্যমন্ত্রীর কর্মীসভার তোরণ হুড়মুড় করে ভেঙে পড়ল ট্রাকের ওপর। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বিতর্ক ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। জানা গেছে আলিপুরদুয়ার শহরের কালজানি ব্রিজের সামনে মুখ্যমন্ত্রীর কর্মীসভার তোরন বুধবার বেলা আড়াইটা নাগাদ ভেঙে পড়ে। চলন্ত একটি ট্রাকের ওপর ওই তোরন ভেঙে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। শুধু কালজানি ব্রিজের কাছে নয় বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় কোথাও তোরন থেকে ফ্লেক্স খুলে পরে, আবার কোথাও তোরনের বাস খসে পড়ে যায়। কার্যত গোটা শহরে তোরন বিভ্রাট শুরু হয়ে যায়।

মুখ্যমন্ত্রীর কর্মীসভার এই তোরনকে কার্যত হাতিয়ার করেছে আলিপুরদুয়ার জেলা বিজেপি। বিজেপির পক্ষ থেকে অতি দ্রুত তোরন গুলো খুলে নেওয়ার দাবি জানানো হয় ।আলিপুরদুয়ার কালজানি ব্রিজের কাছে ব্যবসায়ী প্রিয়া পাল বলেন, “বুধবার আড়াইটার সময় আমাদের এলাকার তোরনটি ভেঙে পড়ে যায়। এই ঘটনায় কেউ জখম হন নি। চলন্ত একটি ট্রাকের ওপর এই তোরন ভেঙে পড়ে। কিছুক্ষণ এলাকায় যানজট তৈরি হয়। তারপর বিকেল থেকে রাত পর্যন্ত ভাঙা তোরন রাস্তার পাশে গড়াগড়ি খায়। আমাদের ব্যবসা করতে অসুবিধা হয়েছে।