মডেল সোনিকা নিং মৃত্যুর মামলায় চার্জশিট গঠন

শেষ পর্যন্ত মডেল সোনিকা নিং মৃত্যু মামলায় চার্জ গঠন করে, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের অভিযোগ বাতিল করা হল। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত মৃত্যুর চার্জ গঠন করা হয়েছে। পাশাপাশি আইপিসির ২৭৯, ৪২৭, ৩৩৮ এবং মোটর ভেকেলের আইনের ১৮৫ প্রভৃতি একাধিক ধারা দেওয়া হয়েছে। ২৫ নভেম্বর, ২০২০ থেকে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। দোষী সাব্যস্ত হলে অভিনেতার ১০ বছরের জেল বা মোটা টাকা জরিমানা হতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ এপ্রিল একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়, কলকাতার জনপ্রিয় মডেল সোনিকা সিং চৌহানের। গভীর রাতে রাসবিহারীর কাছে গাড়ি দুর্ঘটনায় মারা যান সনিকা। ওই দুর্ঘটনার সময় চালকের আসনে ছিলেন অভিনেতা বিক্রম। অভিযোগ ওঠে সেদিন অভিনেতা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং গাড়ির গতিবেগ যথেষ্টই ছিল। যদিও অভিনেতা শুরু থেকেই এইসব অভিযোগ অস্বীকার করে এসেছেন।