ভারতের বৃহত্তম অনলাইন জিকে অলিম্পিয়াড

‘মাইন্ড ওয়ার্স’ ভারতের বৃহত্তম অনলাইন জেনারেল নলেজ অলিম্পিয়াড ২০২০ শুরু করেছে। এর লক্ষ্য হল শিক্ষার্থীদের এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য তৈরি করে তোলা। উল্লেখ্য, মাইন্ড ওয়ার্স হল জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেডের মাল্টিপ্লাটফর্ম নলেজ প্রোগ্রাম। 

২২ নভেম্বর ২০১০ থেকে শুরু হওয়া ন্যাশনাল লেভেলের এই চ্যাম্পিয়নশিপ চলবে ৭ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত। ভারতের সকল এডুকেশন বোর্ডের চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এতে যোগ দিতে পারে। পরীক্ষা হবে ১৭ জানুয়ারি, ২৪ জানুয়ারি, ৩১ জানুয়ারি ও ৭ ফেব্রুয়ারি।

২০ মিনিটের পরীক্ষায় ৫টি বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস সংক্রান্ত প্রশ্নাবলী থাকবে। দেশের ৫০০০ স্কুলের প্রিন্সিপাল ও পড়ুয়াদের মধ্যে চালানো এক সমীক্ষার মাধ্যমে এই অলিম্পিয়াডের পরিকল্পনা করা হয়েছে। এই অনলাইন অলিম্পিয়াডে যোগদানের জন্য ছাত্রছাত্রীরা সর্বক্ষণ প্র্যাক্টিসের সুবিধা পাবে এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতিলাভের সুযোগ পাবে। সেইসঙ্গে ১ কোটি টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগও থাকছে।