ভারতের পক্ষ থেকে চিন এক বিরাট ধাক্কা খেল

নয়া দিল্লিচিনের সঙ্গে ভারতের সম্পর্কের চাপানউতোর প্রভাব ফেলল বন্দে ভারত প্রকল্পেও। শুক্রবারই কেন্দ্রীয় রেলমন্ত্রক এক টুইটে জানিয়েছে যে, ভারত ৪৪ টি সেমি-হাইস্পিড “বন্দে ভারত” ট্রেন তৈরির যে দরপত্র চিনকে দিয়েছিল তা বাতিল করা হচ্ছে। কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামকে অগ্রাধিকার দিয়েই গোটা বিষয়টাই করা হবে। ২০১৫ সালে দেওয়া হয় ওই টেন্ডার।

সিআরআরসি পাইওনিয়ার ইলেকট্রিক (ভারত) প্রাইভেট লিমিটেড যাঁরা ট্রেন তৈরির বরাত পেয়েছিল সেটি আসলে একটি চিনা সংস্থা। এর সঙ্গে গুরুগ্রামের পাইওনিয়র ইলেক্ট্রিকের যৌথ উদ্যোগে এই সেমি হাইস্পিড ট্রেন তৈরির কথা ছিল। নতুন করে টেন্ডার ডেকে ভারতীয় সংস্থাকে বরাত দেওয়া হবে বলে জানিয়েছে রেল।