সাফাইকর্মীদের আন্দোলন তৃতীয় দিনে পড়লেও কোনো সমাধান সূত্র বেরোল না। এদিকে তিনদিন ধরে ময়লা জমে দুর্গন্ধে ঢেকে যাওয়ার মতো অবস্থা শহর শিলিগুড়ির। সূত্রের খবর গতকাল পুরনিগমের সঙ্গে অস্থায়ী সাফাইকর্মীদের বৈঠক হলেও তাদের দাবি পূরণ হয়নি। আজকেও তাই পুরনিগমের সামনে বিক্ষোভ দেখালেন সাফাইকর্মীরা। এদিকে নোংরা জমতে শুরু করেছে জনবহুল জায়গা গুলিতে। কিছু স্থানীয় মানুষ বিক্ষিপ্তভাবে নিজেদের উদ্যোগে কোনো কোনো ওয়ার্ডে জঞ্জাল তুললেও এইভাবে আর কতদিন চলবে তা অনুমান করে বিব্রত শহরবাসী। সাফাইকর্মীদের আন্দোলনকে সমর্থন জানিয়েও সাধারণ মানুষরা জঞ্জাল তোলার আবেদন জানিয়েছেন সাফাইকর্মীদের। ১৩ নং ওয়ার্ডের কোর্ডিনেটর মানিক দে জানিয়েছেন, আমরা তাদের দাবিকে সমর্থন জানাচ্ছি ।কিন্তু এভাবে কতদিন চলবে? পচনশীল নোংরাগুলি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। অতিশীঘ্রই তাদের সঙ্গে আলোচনা করে সমাধান সূত্র বের করা উচিত।