ভারতে আরও ভয়ংকর চেহারা নিচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতবিক্ষত ভারত। রাজ্যেও ক্রমেই বাড়ছে সংক্রমণ। আর সংক্রমনের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা। এর মধ্যেই দেখা দিচ্ছে অক্সিজেনের সংকট। সেই কারণে আজ থেকে চালু হচ্ছে অক্সিজেন পার্লার। শহরে কোভিড পরিস্থিতিতে ক্রমাগত বাড়ছে অক্সিজেনের চাহিদা। এই পরিস্থিতিতে অক্সিজেন পেতে যাতে অসুবিধা না হয় সেদিকে নজর রয়েছে রাজ্য সরকারের। এই অক্সিজেন পার্লার থেকে সুবিধা মতো অক্সিজেন গ্রহণ করার সুবিধা থাকবে। ইতিমধ্যেই আলিপুরের উত্তীর্ণকে শুরু হচ্ছে অক্সিজেন পার্লার। এই অক্সিজেন সরবরাহ করার বিষয়ে যাবতীয় খরচ বহন করবে নবান্ন।