জেলা পরিষদের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে টানা ১৩ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জলপাইগুড়ি জেলাপরিষদ কর্মচারী যৌথ মঞ্চ। জানা গিয়েছে জেলাপরিষদের অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও কোনো কাজ না হওয়ায় টানা বিক্ষোভ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে।
সভাধিপতি উত্তরা বর্মন বলেন, ” আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।” আন্দোলনকারীদের পক্ষে দীপঙ্কর চক্রবর্তী বলেন,”দাবি আদায়ে ১৩ দিন ধরে আন্দোলন চলছে। ” দাবি মেনে নেওয়ায় আমরা খুশি।”