বিপুল পরিমাণ টাকা এবং নেশা সামগ্রী সহ গ্রেপ্তার দুই

বিপুল পরিমাণ নেশাসামগ্রী এবং নগদ ১৪ লক্ষ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করল উত্তরদিনাজপুরের টুঙ্গিদিঘি থানার পুলিশ। এর সঙ্গে উদ্ধার হয়েছে একটি গাড়ি। পুলিশ জানিয়েছে ওই গাড়ির ভিতর থেকেই ওই নেশাসামগ্রী এবং নগদ টাকা উদ্ধার হয়।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে টুঙ্গিদিঘি থানার পুলিশ রায়গঞ্জ , করণদীঘি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সূত্রের খবর বেশ কয়েকমাস ধরে ওই এলাকায় রমরমিয়ে এইসব নেশাসামগ্রী বিক্রি হত। আজ পুলিশ অভিযান রবিউল ইসলাম এবং মোবারক হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ওই দুইজনের বাড়ি মালদায়।

টুঙ্গিদিঘি থানার পুলিশ জানিয়েছে , টুঙ্গীদীঘি বাসস্ট্যান্ডে রাস্তার মাঝখানে এদিকে পুলিশ ধরে গাড়ির মধ্যে 100 বোতল ফেন্সিডিল পাওয়া গেছে এবং মারুতি সুজুকি গাড়ি সহ ধরা পড়েছে এই গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় করণদিঘি তে চলাফেরা করছিল এবং ড্রাগস পাচার করছিল 14 লাখ 43 হাজার 870 টাকা নগদ পাওয়া গেছে । এদেরকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে আসবে এবং রায়গঞ্জ কোটে এই পাচারকারীর সাথে একজন মহিলা সাথে ছিল এবং গাড়ি থেকে নেমে ভেগেজায় মহিলাটা করণদিঘি থানার পুলিশ এই পাচারকারীদের ওত পেতে ছিল দীর্ঘদিন ধরে কালকে সন্ধ্যাবেলায় এই পাচারকারী সাফল্য হয়েছে